Thursday, July 26, 2018

আমাদের রাজ্যের নাম বদল হচ্ছে আজ থেকেই ........নতুন নাম রাখা হলো "বাংলা"........কেনই বা রাখা হলো এই নাম............


আমাদের রাজ্যের নাম বদল হচ্ছে আজ থেকেই ........নতুন নাম রাখা হলো "বাংলা"........কেনই বা রাখা হলো এই নাম............  

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে হতে চলেছে বাংলা৷ বৃহস্পতিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হল প্রস্তাব৷ জাতীয় স্তরে রাজ্যের স্বার্থ সুরক্ষায় সহায়ক হয়ে উঠবে এই নাম পরিবর্তন৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷

রাজ্যের নাম বাংলা করা নিয়ে প্রস্তাব পেশ করেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাতে সমর্থন জানায় বামেরা৷ বাদ যায়নি কংগ্রেসও৷ তারাও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে৷ বাংলা বিশ্ব বাংলায় পরিণত হোক সেই কামনা করেন তিনি৷

বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই বাংলা নামে লেখা হবে রাজ্যের নাম৷ এর আগেও তৃণমূল সরকার রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল৷ নাম পরিবর্তনের পিছনে সরকারের যুক্তি ছিল ইংরেজিতে রাজ্যের নাম লেখা হয় ওয়েস্ট বেঙ্গল৷ সেই হিসাবে কেন্দ্রীয় সরকারের বা অন্যান্য গুরুত্বপূর্ণ  কোনও অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় রাজ্যের প্রতিনিধিদের অনেক পরে বলার সুযোগ দেওয়া হয়৷ ইংরেজি বর্ণমালা অনুযায়ী সেটা ঠিক হয়৷ তখন অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের বক্তব্য শোনার ধৈর্য্য আর থাকে না৷ এছাড়া নামের সঙ্গে রাজ্যের জাতীয় স্বার্থের বিষয়ও জড়িয়ে থাকে৷

তখন রাজ্যের নাম পরিবর্তন করে বাংলায় বঙ্গ ও ইংরেজিতে বেঙ্গল করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিধানসভায় পাশের পর সেই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়৷ কিন্তু কেন্দ্র সেই প্রস্তাব ফিরিয়ে দেয়৷ কেন্দ্রের যুক্তি ছিল একই রাজ্যের দুটি বা তিনটি নাম হতে পারে না৷ সেই কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, ‘‘আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই৷ একটা ভাষাতেই রাজ্যের নাম করতে হবে৷ সেই কারণে আমরা একটা নাম করেছি৷ ভাষা অনুযায়ী বাংলা নাম রাখছি৷’’
নাম পরিবর্তন নিয়ে অনেক বিরোধীতার মধ্যেও পড়তে হয়েছে রাজ্য সরকারকে৷ বিরোধীদের দাবি ছিল, নামের সঙ্গে ঐতিহ্য অনেক ইতিহাস জড়িয়ে থাকে৷ নাম পরিবর্তনের অর্থ তা মুছে যাওয়া৷ কিন্তু রাজ্য সরকারের যুক্তি ছিল রাজ্যের স্বার্থেই এই নাম বদল৷

No comments:

Post a Comment